শুক্রবার ১৩ আগস্ট ২০২১ - ০২:০৮
হযরত আলী

হাওজা / হযরত আলী ইবনে আবি তালিব (আঃ) সম্পর্কে মহানবী (সাঃ)-এর হাদীস (আহলে সুন্নাতের বিভিন্ন নির্ভরযোগ্য হাদীস গ্রন্থ থেকে সংকলিত(

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস খাসায়েসে নেসায়ী, মুসনাদে আহমাদ, আল মু’জামুল কাবীর-তাবারানী, হিল্লীয়াতুল আউলিয়া পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ

إِنَّ عَلِيّاً مِنِّي، وَ أََنَا مِنْهُ، وَ هُوَ وَلِيُّ كُلِّ مُؤمِنٍ بَعْدِي.

নিশ্চয় আলী আমা থেকে আর আমি আলী থেকে। আর সে আমার পরে সকল মুমিনের নেতা।

(খাসায়েসে নেসায়ী :২৩, মুসনাদে আহমাদ ৪:৪৩৮, আল মু’জামুল কাবীর-তাবারানী

১৮: ১২৮/২৬৫, হিল্লীয়াতুল আউলিয়া ৬:২৯৬)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha